অত্র দপ্তরে ০৫ ব্যাচ Special Education Needs And Disabilities (Send) বিষয়ক প্রশিক্ষণের বরাদ্দ পাওয়া গেছে। প্রতি ব্যাচে ৩০ জন করে মোট ১৫০ জন প্রশিক্ষণ গ্রহণকরতে পারবেন। বর্ণিত প্রশিক্ষণটি মে-২০২৪ খ্রি. মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। প্রশিক্ষণার্থীগণ https://www.dpe.gov.bd/site/notices/1ca8e8ae-ecb7-413b-9ae0-f3f7e1293275/Special-Education-Needs-And-Disability-SEND-Framework সংযুক্ত নির্দেশনাপত্র (Framework) আবশ্যিকভাবে পড়ে একীভূত শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় তথ্যাদি অবহিত হয়ে প্রশিক্ষণের ১ম দিনে প্রি-টেস্টে অংশগ্রহণ করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস